‘প্রবীণরা বোঝা নয়, সম্পদ’

বোয়ালখালীতে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীর উদ্যেগে প্রবীণদের সম্মাননা প্রদান করা হয়েছে।

- Advertisement -

বুধবার (৩১ অক্টোবর) দুপুরে প্রত্যাশীর বোয়ালখালী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে ১ জনকে সিনিয়র সিটিজেন, ৫জনকে শ্রেষ্ঠ প্রবীণ, ৩জনকে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা পদক-২০১৮ প্রদান করা হয়।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক সাবেক মুখ্য সচিব আবদুল করিম বলেন, প্রবীণরা আর বোঝা নয়, তাঁরা দেশের সম্পদ। আত্মসামাজিক মর্যাদায় প্রবীণদের জন্য কাজ করছে সরকার।

এছাড়াও  ৫২ জনকে ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি, ৭৫ জন অস্বচ্ছল ব্যক্তিকে  ৬‘শত টাকা বয়স্ক ভাতা, প্রবীণ ২০ জনকে ওয়াকিং স্টিক, ২০ জনকে ছাতা, একশত জনকে কম্বল, ২০ জনকে কমোড চেয়ার, দুইজনকে হুইল চেয়ার ও উদ্যোমী সদস্য (ভিক্ষুক) ২ জনকে ১লক্ষ টাকা করে পুর্নবাসন চেক দেওয়া হয়।

- Advertisement -islamibank

প্রত্যাশীর সভাপতি বাদল কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপ পরিচালক মো. শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউনুচ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম জিন্নাত সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম, থানার উপ-পরিদর্শক মো. মানিক ভূইঁয়া, পোপাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন, পিকেএসএফ এর উপ মহাব্যবস্থাপক (কার্যক্রম) জামান খন্দকার পরিচালক (মাইক্রোফিন্যান্স) নাসিম হায়দার শাহীন, পরিচালক (প্রোগ্রাম) ছৈয়দ শহীদ উদ্দিন, প্রত্যাশীর সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. সেলিম।

 

জয়নিউজ/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM