ঘন কুয়াশা: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল

- Advertisement -

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

- Advertisement -google news follower

এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে কয়েকটি ফেরি। এছাড়া দক্ষিণাঞ্চল থেকে আসা ঢাকামুখী যানবাহন ও যাত্রীরা পড়েছেন বিপাকে। শীত উপেক্ষা করেই তাদের নদী পারের জন্য অপেক্ষা করতে হচ্ছে। তবে কয়েকঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও এখন পর্যন্ত দৌলতদিয়া প্রান্তে যানবাহনের লম্বা লাইন তৈরি হয়নি।

এদিকে, দীর্ঘসময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় থেকে শীতের মধ্যে ভোগান্তিতে পড়েছেন যাত্রী, যানবাহনের চালক ও সহকারীরা।

- Advertisement -islamibank

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ঘন কুয়াশায় ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় আবার ফেরি চলাচল শুরু হবে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো লাইন নেই।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM