মাদক-হত্যা নয়, স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দেন ফারদিন: র‍্যাব

0

বুয়েটছাত্র ফারদিন স্বেচ্ছায় সুলতানা কামাল ব্রিজ থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে র‍্যাব। ঘটনাস্থল ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে বলে জানিয়েছে র‍্যাব।

আজ রাত ৭টা ৩০ মিনিটে কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ‘আমরা ফারদিনের মৃত্যুর ঘটনা তদন্তে ডাক্তার ও পরিবারের সঙ্গে কথা বলেছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, রাত ২টা ৩৪ মিনিট ১৬ সেকেন্ডে নদীতে ঝাপ দেয় ফারদিন। রাত ২টা ৩৪ মিনিট ২১ সেকেন্ডে শীতলক্ষ্যা নদীতে পড়ে ফারদিন। এরপর রাত ২টা ৩৫ মিনিট ৯ সেকেন্ডে ফারদিনের মোবাইল বন্ধ হয়ে যায়। রাত ২টা ৫১ মিনিটে ফারদিনের হাতের ঘড়িতে পানি ঢুকে অকার্যকর হয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল ফুটপ্রিন্টসহ অন্যান্য সব সংশ্লিষ্ট আলামত বিবেচনায় নিয়ে আমাদের তদন্তে বের হয়ে আসে যে, বুয়েট শিক্ষার্থী ফারদিন স্বেচ্ছায় সুলতানা কামাল ব্রিজ থেকে নদীতে ঝাপ দিয়ে মৃত্যুবরণ করে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফারদিনের মোবাইল বন্ধ হওয়ার আগে চনপাড়া মোবাইল টাওয়ারের সঙ্গে কানেক্টেড ছিল। পরে আমরা অনেক সিসিটিভি ফুটেজ নিয়ে কাজ করেছি।’

জেএন/এমআর

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM