বিএম কনটেইনার ডিপোতে ফের অগ্নিকাণ্ড

0

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ৩টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ মিয়া জানান, খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে লেগেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে কাজ করছি। আগুনের সুত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতি পরে জানাতে পারবো।

উল্লেখ্য, গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টার মধ্যে ঘণ্টা দুয়েক পর রাসায়নিক ভর্তি কনটেইনারে বিস্ফোরণ ঘটে। এতে নিহত হয় ৫১ জন। আহত হয় প্রায় আড়াই শতাধিক মানুষ।

জেএন/হিমেল/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM