কোতোয়ালীতে ১৮০০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

0

নগরের কোতোয়ালী থানার নিউ মার্কেট এলাকার সামনে থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. পারভেজ (২৫) কক্সবাজারের উখিয়া উপজেলার রত্না পালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহজাহানের বাড়ীর আবদুল গফুরের ছেলে।

কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, রাতে চেক পোস্টে তল্লাশী করার সময় পারভেজ নামে একজনকে ১৮ শ পিস ইয়াবাসহ পাওয়া যায়।

তিনি আরো বলেন, পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, ইয়াবাগুলো কক্সবাজারের উখিয়া থেকে পাইকারী দামে কিনে এনেছিল। ঢাকায় নিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম রেলস্টেশনের দিকে যাচ্ছিল।

জেএন/হিমেল/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM