চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়াম থেকে হাসপাতালে সাকিব!

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধাবার থেকে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হচ্ছে। টেস্টের আগের দিন আজ মঙ্গলবার সকালে হাসপাতালে গেছেন দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

- Advertisement -

তবে গুরুতর কোনো ব্যপার নয় বলে দলীয় সূত্রে জানা গেছে। আজ মঙ্গলবার সবার আগে মাঠে এসেছেন টেস্ট অধিনায়ক। কিন্তু আজও ব্যাটিং-বোলিং না করেই হাসপাতালে যান তিনি। সঙ্গে ছিলেন বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

- Advertisement -google news follower

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে উমরান মালিকের বাউন্সারে পরাস্ত হয়ে কাঁধে চোট পান সাকিব। তবে খেলা চালিয়ে গিয়েছিলেন তিনি।

তৃতীয় ম্যাচেও দেখা গিয়েছে তাকে। এরপর সময় পেয়েছেন যথেষ্ট। তারপরও সারেনি সেই চোট। গতকালও ব্যথা অনুভব করেছেন। ফলে, অনুশীলন করেননি তিনি। আজও অনুশীলনে এসে ব্যথা অনুভব করায় হাসপাতালে গিয়েছেন তিনি।

- Advertisement -islamibank

পেশিতে কোনো সমস্যা আছে কি না, সেটি পরীক্ষা করে দেখতেই আজ হাসপাতাল গেছেন সাকিব। তবে আশার কথা এর আগের এক্স-রে তে কোনো সমস্যা ধরা পড়েনি টেস্ট অধিনায়কের। এখন দেখার পালা কী হয় শেষ পর্যন্ত।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM