কাপ্তাইয়ে প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ ব্র‍্যান্ডিং নিয়ে সমাবেশ

রাঙামাটির কাপ্তাই তথ্য অফিস এর আয়োজনে  কাপ্তাই উপজেলার ওয়াগ্গা  ইউনিয়নের ভাইজ্যাতলীতে সোমবার বিকালে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র‍্যান্ডিং বিষয়ে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

- Advertisement -google news follower

কাপ্তাই সহকারি তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে আশ্রয়ণ প্রকল্প ও পরিবেশ সুরক্ষা বিষয়ে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন।

এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচী, ডিজিটাল বাংলাদেশ, বিনিয়োগ বিকাশ, শিক্ষা সহায়তা কর্মসূচী বিষয়ে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান।

- Advertisement -islamibank

সমাবেশে কাপ্তাই তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা আক্তার, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, ইউপি সদস্য তপন তনচংগ্যা,  ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  অমল কান্তি দে, স্থানীয়  রঞ্জিত কার্বারী  সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মহিলারা উপস্থিত ছিলেন।

সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং যেমন:- আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়, ঘরে ঘরে বিদ্যুৎ সহ সব বিষয়ে আলোচনা করা হয়।

জেএন/ঝুলন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM