বঙ্গবন্ধুর বাংলাদেশে জঙ্গি ও মৌলবাদীদের ঠাঁই নেই: এম. এ. লতিফ এমপি

0

‘বঙ্গবন্ধুর বাংলাদেশে জঙ্গি ও মৌলবাদীদের ঠাঁই নেই’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ। বিএনপি-জামাতের নৈরাজ্য ও ষড়যন্ত্রের হাত থেকে জনগণের জানমাল রক্ষার ধারাবাহিক কর্মসূচীর অংশহিসেবে ১১ ডিসেম্বর নগরীর আগ্রাবাদে অবস্থান কর্মসূচি পালনকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে বিএনপি-জামাতের সমস্ত সন্ত্রাস ও নৈরাজ্যকে রুখে দিতে দলীয় নেতা কর্মীদের আহবান জানান এম. এ. লতিফ এমপি।

২৯ নং ওয়ার্ড যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু’র সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আজিজ মোল্লা, সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ খাঁন, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফল আহসান শাহ ও স্বাধীনতা নারী শক্তি’র পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লবণ শ্রমিক লীগ সভাপতি আব্দুল মতিন মাষ্টার, আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন, নেছার মিয়া আজিজ, মোঃ মঞ্জুর আলম প্রিন্স।

এছাড়া আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দসহ স্বাধীনতা নারী শক্তি’র নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
জেএন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM