মানিকছড়িতে নিজ বাড়ি থেকে প্রবাসীর গলাকাটা মরদেহ উদ্ধার

0

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সেমুতাং গ্যাসফিল্ড এলাকার নিজ বাড়ি থেকে এক প্রবাসী যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১১ ডিসেম্বর) এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাজ্জাদ হোসেন (২৪) উপজেলার ৩ নম্বর যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি (সেমুতাং গ্যাসফিল্ড) এলাকার মো. মাসুদ রানার পুত্র। কোরানে হাফেজ সাজ্জাদ একমাস পূর্বে কাতার থেকে ছুটিতে দেশে আসেন।

পুলিশ জানায়, শনিবার (১০ ডিসেম্বর) রাত আনুমানিক ১১ টার পর কে বা কারা প্রবাসী মো. সাজ্জাদ হোসেনকে তার শয়ন কক্ষে ঢুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনূর আলম মরদেহ উদ্ধারের বলেন, পুলিশ কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল খাগড়াছড়িতে পাঠানো এবং এর পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

জেএন/হিমেল/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM