কুমিল্লা থেকে গাঁজা এনে চট্টগ্রামে বিক্রি,ধরা কারবারি

0

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পাহাড়তলী রেলস্টেশন সংলগ্ন শরিফশাহ মাজারের সামনে থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি।

তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতার মোঃ দিদারুল আলম দেলু (৫০) মাদক কারবারি বলে দাবি ডিবি পুলিশের।

ডিবি (উত্তর ও দক্ষিণ) বিভাগের বিশেষ টিম শুক্রবার রাতে এ অভিযান চালায়।

মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, গ্রেফতারকৃত দিদারুল আলম কুমিল্লা থেকে কম মূল্যে গাঁজা কিনে ট্রেনযোগে চট্টগ্রাম নগরে নিয়ে আসে।

পরে মাদক কারবারিদের কাছে বিক্রি করে। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জেএন/এফও/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM