ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে ১১৮ জন হাসপাতালে

0

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ৬১ জন এবং ঢাকার বাইরের ৫৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ২১৭ জন চিকিৎসাধীন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৯ হাজার ৮১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ২৬৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৩৩৩ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মারা যান ১০৫ জন।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM