সমাবেশ থেকে কারাগারে বিএনপি’র তিন নেতা

0

সমাবেশে যোগ দিতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিন বিএনপি নেতা। পুলিশ তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে নগরের কাজীর দেউড়ি নুর আহমদ সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আকবরশাহ থানা বিএনপির যুগ্ম সম্পাদক ওয়াশিমুল গণি ও কাট্টলী ওয়ার্ড বিএনপির সহসভাপতি আলী আজমী মাহবুব।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান জানান, মঙ্গলবার বিকেলে সমাবেশ শেষে গ্রেফতার হওয়া তিন বিএনপি নেতার নেতৃত্বে পুলিশের ওপর হামলা হয়। তাদের গ্রেফতার করা হয়েছে।

নগর বিএনপি’র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ প্রতিনিয়ত বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করছে। আজ সমাবেশ শেষে ফেরার পথে তিনজনকে গ্রেফতার করে নিয়ে যায়। সমাবেশ শান্তিপূর্ণ হয়েছে। কোনো সংঘর্ষ বা বিশৃঙ্খলা হয়নি।

জয়নিউজ/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM