জনসভা নয়, ইস্যু বানাতে চায় : তথ্যমন্ত্রী

বিএনপির চাওয়া অনুযায়ী তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে জায়গা দেওয়া হয়েছে।

- Advertisement -

তারা সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছিল। এটা বরাদ্দ দেওয়ার পর সেখানে তাদের যেতে এত অনীহা কেন? তারা শুধু রাস্তায় জনসভা করতে চায়। নাগরিক এবং সাংবাদিকরা রাস্তায় সমাবেশ চায় না। কারণ এতে জনভোগান্তি হয়।

- Advertisement -google news follower

প্রকৃতপক্ষে তারা জনসভা নয়, ইস্যু বানাতে চায়। আমাদের সরকার কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না। কেউ অপচেষ্টা চালালে আমাদের দলের নেতাকর্মীরা দেশবাসীকে নিয়ে তা প্রতিহত করবে।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সচিবালয়ে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জজার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। মিসরে অনুষ্ঠিত ‘কপ-২৭ সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি’ বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -islamibank

তথ্যমন্ত্রী বলেন, এ দেশের মালিক জনগণ। ক্ষমতায় কে থাকবে, কে থাকবে না—তা নির্ধারণ করবে জনগণ। কূটনৈতিকরা কাউকে ক্ষমতায় বসানোর ক্ষমতা রাখেন না।

বিএনপি নেতা রুহুল কবির রিজভী ও ইসরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জারি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, আগুন সন্ত্রাসে বিএনপির নেতকর্মীরা জড়িত।

তাদের নির্দেশের ভিডিও আমাদের কাছে আছে, অডিও আছে। আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন, পুলিশ ব্যবস্থা নেবে। তাদের বিরুদ্ধে মামলা আছে। আদালত জামিন বাতিল করেছেন, এখানে সরকারের কিছু করার নেই।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM