পেলের যে রেকর্ড ভেঙ্গে মেসির পাশে এমবাপ্পে

0

কাতার বিশ্বকাপের নকআউট পর্বে পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। জিরুদ ও এমবাপ্পের জোড়া গোলে পোল্যান্ডের বিপক্ষে সহজ জয় তুলে নেয় তারা।

জোড়া গোলের সুবাদে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের একটি রেকর্ড ভেঙে দিয়েছেন।

বিশ্বকাপের মঞ্চে নিজের ২৪ বছরের কোটা পূরণের আগেই ৭ গোলের রেকর্ড এতদিন ছিল পেলের দখলে। সর্বকালের সেরা এই ফুটবলার ১৯৫৮ সালের বিশ্বকাপে মাত্র ১৭ বছর বয়সে ৬ গোল করে ব্রাজিলকে প্রথম বিশ্বকাপের সোনালি ট্রফি জেতান।

এরপর ১৯৬২ সালের বিশ্বকাপে ইনজুরির কারণে সব ম্যাচে খেলতে না পারলেও ১ গোল করে দলের বিশ্বকাপ জয়ে অবদান রাখেন। তবে পেলের সেই রেকর্ড ভেঙে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন এমবাপ্পে।

গত ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চার গোল করে ফ্রান্সকে শিরোপা জেতাতে বড় ভূমিকা পালন করেন এমবাপ্পে। আর এবার কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ গোল করে কিংবদন্তি পেলের ৬০ বছরের সেই পুরোনো রেকর্ড ছাড়িয়ে গেলেন এই তারকা।

এনিয়ে বিশ্ব সেরার মঞ্চে এমবাপ্পের গোল হলো ৯টি। আর এতেই মেসির পাশে বসলেন তিনি। বিশ্বকাপে এ পর্যন্ত ৯ গোল করেছেন আর্জেন্টাইন তারকা। এমবাপ্পে দুটি বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে করলেন ৯ গোল, আর মেসি ৯ গোল করেছেন ২৩ ম্যাচে।

তবে, বিশ্বকাপে এমবাপ্পের চেয়ে কম ম্যাচ খেলে ৯ গোল করেছেন ব্রাজিলের আদেমির (৬ ম্যাচ), পর্তুগালের ইউসেবিও (৬ ম্যাচ) ও ইতালির ক্রিস্টিয়ান ভিয়েরি (৯ ম্যাচ)।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM