ফ্রান্সের একের পর এক আক্রমণ ও গোল না হওয়ার হতাশার ফাঁকে দু’বার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পোল্যান্ড। প্রথমার্ধে ওই সুযোগ নিতে পারেনি পোলিশরা। বরং গোলে পঞ্চমবার শট নিয়ে ব্রেক থ্রু দেন অলিভার জিরু। শেষ বাশির আগে পেনাল্টিতে গোল করা ছাড়া তেমন সুযোগই তৈরি করতে পারেনি লেভার দল। বরং এমবাপ্পের দারুণ দুই গোলে পোল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে লেস ব্লুজরা।