সিআরবিতে হাসপাতাল হচ্ছে না- রেলমন্ত্রী

0

চট্টগ্রামে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকায় প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। রোববার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভায় রেলপথ মন্ত্রী এ ঘোষণা দেন।

নূরুল ইসলাম সুজন বলেন, চট্টগ্রামের গণমানুষের দাবি সিআরবিতে হাসপাতাল না করার। সেই দাবির প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এখানে যাতে হাসপাতাল নির্মাণ না করি। এই হাসপাতাল অন্যত্র নির্মাণ করা হবে বলে জানান তিনি।

চট্টগ্রাম নগরের ‘ফুসফুস’ হিসেবে পরিচিতি ঐতিহ্যবাহী সিআরবিতে পিপিপি প্রকল্পের আওতায় ৫০০ শয্যার হাসপাতাল ও ১০০ আসনের মেডিকেল কলেজ স্থাপনের জন্য ২০২০ সালের ১৮ মার্চ ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে।

জেএন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM