১১৭ পর্বে থামছে ব্যাচেলর পয়েন্ট’র সিজন-ফোর

0

ধারাবাহিকতায় প্রচার হচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চতুর্থ সিজন। বহুল জনপ্রিয় এ ধারাবাহিক নাটকে নানা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় সব অভিনেতারা। তাদের অভিনয়ের কারণে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ধারবাহিকটি।

এর আগে তিনটি সিজন দর্শকরা উপভোগ করলেও শততম এপিসোড পার করেনি, যা সিজন ফোরে প্রথম করলো। শোনা যাচ্ছে, সিজন- ফোর শেষ হচ্ছে। ১১৭ তম পর্বের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে জনপ্রিয় এ ধারবাহিকটি।

দর্শকদের কাছে নাটকটি এতটাই প্রিয় হয়ে উঠেছে যে, ‘ব্যাচেলর পয়েন্ট দেখা দর্শকদের এখন অভ্যাসে পরিণত হয়েছে। দর্শক জনপ্রিয়তার কারণে সিজন-ফাইভ নির্মাণ হতে পারে বলে জানা গেছে। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি নির্মাতা আরেফিন।

২০১৮ সালে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটি শুরু হয়েছিল। বর্তমানে ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ চলছে। সপ্তাহের বৃহস্পতি থেকে রবি এই তিন দিন রাতে ধ্রুব টিভিতে প্রচার হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফোর। যা আগামী ২৪ ডিসেম্বর ১১৭ পর্বের মাধ্যমে শেষ হয়ে যাবে।

বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মিশু সাব্বির, পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, পারসা ইভানা, পাভেল, আশুতোষ সুজন প্রমুখ।নাটকটিতে অভিনয় করেছেন- চাষী আলম, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, মিশু সাব্বির, তৌসিফ, শামীম হাসান সরকার প্রমুখ।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM