চসিক পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠানের আজ পরীক্ষা স্থগিত

0

আজ রবিবার নগরীর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশের কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালনাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা স্থগিত করেছে চসিক শিক্ষা শাখা। সমাবেশের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে গিয়ে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়তে পারে। শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে চসিক শিক্ষা শাখা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়।

অন্যদিকে, নগরীর অন্য সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে কোন নির্দেশনা আসেনি। তবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সিন্ধান্ত অনুযায়ী সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

জেএন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM