রাউজানে শৌচাগারের নালা থেকে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার

0

রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঠান পাড়া গ্রামে শৌচাগারের নালা থেকে নিখোঁজের চারদিন পর এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে এই মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রোকসানা আকতার (২৮) নামের ওই গ্রামের মুহাম্মদ আজমের স্ত্রী।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, শুক্রবার ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, গৃহবধূকে হত্যা করে মরদেহ গুম করার জন্য বাড়ির পেছনে শৌচাগারের নালার ভেতর লুকিয়ে রাখা হয়েছিল।

জেএন/হিমেল/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM