১৯ প্রবীণের চোখের আলো ফিরিয়ে দিল মমতা

মমতা পরিচালিত প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসুচির আওতায় ১৯ জন প্রবীনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরিয়ে দেওয়া হয়েছে।

- Advertisement -

পিকেএসএফ এর সহায়তা পরিচালিত উক্ত কর্মসূচির আওতায় হাটহাজারী উপজেলার ছিপাতলী ও মির্জাপুর ইউনিয়নের মোট ২৮ জন প্রবীন বিনামূল্যে বিভিন্ন চক্ষুসেবা গ্রহণ করেন। চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এসব চোখের ছানি অপারেশনের কাজ সম্পন্ন করে মমতা।

- Advertisement -google news follower

মঙ্গলবার (২৯ নভেম্বর) চোখের ছানি অপারেশনকৃত এসব রোগীদের সার্বিক অবস্থা পরিদর্শন করেন মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ।

এসময় আরও উপস্থিত ছিলেন মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সহকারী পরিচালক পার্থ-সারথী বড়ুয়াসহ সংশ্লিষ্ট কর্মসূচির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

- Advertisement -islamibank

চোখের ছানি অপারেশনকৃত প্রবীনদের পরিদর্শনকালে মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, ‘প্রবীন জনগোষ্ঠীকে বাদ দিয়ে সমাজের স্থায়িত্বশীল উন্নয়ন সম্ভব নয়, সরকারের সহায়ক শক্তি হিসেবে মমতা সেই বিষয়টি বিবেচনায় রেখেই প্রবীনদের কল্যানে কাজ করে আসছে।’

উল্লেখ্য যে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহায়তায় মমতা প্রবীন জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও সাংষ্কৃতিক, ক্রীড়া, স্বাস্থ্য সেবা, অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে চন্দনাইশ এর বরকল ইউনিয়ন, হাটহাজারী উপজেলার গড়দুয়ারা, উত্তর মাদার্শা, ছিপাতলী ও মির্জাপুর ইউনিয়নে প্রবীন জনগোষ্ঠীর জীবনমমান উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে মমতা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM