শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটকের পর শ্রীঘরে বখাটে

0

চট্টগ্রামের রাউজনে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইফুদ্দিন (১৯) নামে এক বখাটেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার দুপুরে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসানখীল এলাকা থেকে ওই বখাটেকে আটক করা হয়। সাইফুদ্দিন ওই এলাকার মৃত আবদুল বাছেরের ছেলে বলে জানা গেছে।

আজ বুধবার (৩০ নভেম্বর) দুপুরে পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, গত মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই শিশু শিক্ষার্থীকে মুখ চেপে ধরে রাস্তার পাশের একটি ধানক্ষেতে নিয়ে যায়।

সেখানে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করতে থাকে। এসময় আশে পাশের লোকজন এগিয়ে এসে সাইফুদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

একই দিন রাতে এ ঘটনায় সাইফুদ্দিনকে আসামি করে থানায় ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন শিশু শিক্ষার্থীর বাবা।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাইফুদ্দিনকে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে জানালেন রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় শীল। তিনি বলেন, আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM