পালংখালী রোহিঙ্গা ক্যাম্পের সাব মাঝি শাহাবউদ্দিন খুন

0

কক্সবাজারের উখিয়া পালংখালীর ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ফের খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে খুন হয়েছেন ক্যাম্পের সাব মাঝি শাহাব উদ্দীন (৩৫)।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোর রাত সাড়ে ৪ টার দিকে এ হত্যাকাণ্ডটি ঘটে। নিহত শাহাব উদ্দীন ওই ক্যাম্পের এইচ/১৪ নম্বর ব্লকের মনির আহম্মদের ছেলে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ভোরে অজ্ঞাত ২০/৩০ জন সশস্ত্র দুর্বৃত্ত আকস্মিকভাবে হামলা চালিয়ে শাহাব উদ্দীনকে ছুরিকাঘাত এবং গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM