বোয়ালখালীতে মদসহ ডাকাতি মামলার আসামী গ্রেফতার

0

চট্টগ্রামের বোয়ালখালীতে একাধিক ডাকাতি মামলার আসামী মো. সিরাজুল হককে (৪৮) চোলাই মদসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (২৭ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর মল্লা বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে সিরাজকে গ্রেফতার করা হয়। এসময় আস্তানা থেকে ৫৫০ লিটার চোলাই মদ ও মদ বিক্রির বোতল, বালতি এবং ড্রাম জব্দ করা হয়। সিরাজ পূর্ব খিতাপচর গ্রামের আদু খাঁ বাড়ির মৃত নুরুল হকের ছেলে।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মহিউদ্দিন সুমন বলেন, সিরাজের বিরুদ্ধে অস্ত্র, খুনসহ ডাকাতির ৭টি মামলা রয়েছে। এসব মামলায় সে পলাতক ছিল। একটি পরিত্যক্ত ঘরে মাদকের আস্তানা গড়ে মদ বিক্রির করছিল সিরাজ। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আদালতে সোর্পদ করা হয়েছে।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM