মহাসমাবেশে পলোগ্রাউন্ড ও সংলগ্ন এলাকায় গণজমায়েত হবে- আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগ আপামর জনগণের সংগঠন। দীর্ঘ প্রায় ১১ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম আসছেন। সুতরাং ৪ ডিসেম্বরের মহাসমাবেশে শুধু আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসবেন তা নয়। প্রিয় নেত্রীকে দেখতে চট্টগ্রামের হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবেই চলে আসবে। আর এতে পলোগ্রাউন্ড মাঠ ছাপিয়ে আশেপাশের এলাকাও জনসমুদ্রে পরিণত হবে।

- Advertisement -

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র পলোগ্রাউন্ড ময়দানের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রোববার ২৭ নভেম্বর সকালে টেরীবাজার আন্দরকিল্লা দেওয়ানবাজার হকার্স সমিতির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

- Advertisement -google news follower

আন্দরকিল্লা, দেওয়ানবাজার, টেরীবাজার হকার্স সমিতির সভাপতি মো নুরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো লোকমান হাকিম এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফর আলী, বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মুহাম্মদ হাসনী, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো ইকবাল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, মহানগর শ্রমিক লীগ নেতা উজ্জ্বল বিশ্বাস, মো আলমগীর, হারুনর রশীদ রনি, কামাল উদ্দীন চৌধুরী, মো বখতিয়ার উদ্দীন, নুরুল আলম লেদু, শেখ মো মহিউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মো সেলিম, সাংগঠনিক সম্পাদক মো নুরনবী, সহ সাংগঠনিক সম্পাদক নবাব মিয়া, অর্থ সম্পাদক মো জিয়া উদ্দীন, সহ অর্থ সম্পাদক মো মিজান, প্রচার সম্পাদক মো আমিরসহ সংশ্লিষ্ট নেতাকর্মী।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM