সংলাপে আমন্ত্রণ: চিঠি গ্রহণ করেছেন ড. কামাল

0

১ নভেম্বর সন্ধ্যা ৭টায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংলাপের আমন্ত্রণ জানিয়ে মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে আনুষ্ঠানিক চিঠি দেয় আওয়ামী লীগ।

সকাল সাড়ে ৭টায় রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় আওয়ামী লীগের চিঠি নিয়ে যান দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

বিষয়টি নিশ্চিত করে গণফোরামের কেন্দ্রীয় গণমাধ্যম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, চিঠিটি ড. কামাল হোসেন নিজেই গ্রহণ করেছেন। সংলাপে কারা যাবেন ঐক্যফ্রন্টের মঙ্গলবারের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে ।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM