কক্সবাজারে মাদক মামলায় ১০১ জনের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় ১০১ জনকে এক বছর ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

- Advertisement -

বুধবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ রায় দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। এর আগে, দুপুর সাড়ে ১২টায় রায় পড়া শুরু হয়।

- Advertisement -google news follower

তাদের বিরুদ্ধে দায়ের করা পুলিশের দুটি মামলা হলো, অস্ত্র ও মাদক মামলা। অস্ত্র মামলায় কারো সংশ্লিষ্টতা না পাওয়ায় সবাইকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় আদালতে ১৮ আসামি উপস্থিত ছিলেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম বলেন, যারা পলাতক রয়েছেন, তারা আদালতে আত্মসমর্পণ করে এই সাজা ভোগ করার পর জামিন লাভ করবেন। সাজাপ্রাপ্তরা ইয়াবা কারবারি হিসেবে দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছিলেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM