আনোয়ারায় মাছের আড়তে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৫ ঘর

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উপকূলীয় এলাকা গহিরা উঠান মাঝির ঘাটে মাছের আড়তে শুঁটকির ৫টি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

- Advertisement -

মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে এঘটনা ঘটে।

- Advertisement -google news follower

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বলেন, রাত সাড়ে ১১ টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে পুড়ে যায় সৈকতে মাছ ধরার জালের আড়ত ও শুঁটকি পল্লীতে গড়ে উঠা ৫টি ঘর। এসব ঘর মৎস্যজীবীদের মাছ ধরার জাল ও শুঁটকি উৎপাদনে ব্যবহৃত হয়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও মৎস্যজীবীরা ঘর থেকে কিছুই বের করতে পারেননি। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ এখনো জানা যায় নি তবে তদন্ত চলছে।

এতে করে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

- Advertisement -islamibank

জেএন/হিমেল/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM