বায়েজিদে ‌৯ বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যু

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার শেরেবাংলা টাওয়ার এলাকায় ইব্রাহিম হোসেন রাফাত নামের ৯ বছরের এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে।

- Advertisement -

শিশুটির পরিবারের দাবি, কাপড় কাঁচার ডিটারজেন্ট খেয়ে তার মৃত্যু হয়েছে। তবে, পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

- Advertisement -google news follower

নিহত ইব্রাহিম হোসেন রাফাত বায়েজিদ থানার শেরেবাংলা টাওয়ার এলাকার জাকির হোসেনের সন্তান।

নিহতের বাবা জাকির হোসেনের ভাষ্য, তাঁর গাড়িতে পণ্য নিয়ে ঢাকায় গিয়েছিলাম। তাঁর স্ত্রী গার্মেন্টেসে চাকরি করেন। তিনিও বাসায় ছিলেন না। রাতে বাসায় এসে তাঁর স্ত্রী দেখেন ছেলেটি ডিটারজেন্ট খেয়ে বসে আছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -islamibank

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জয় নিউজকে বলেন, শিশুটি ডিটারজেন্ট পান করার পর মৃত্যু হয়েছে বলে পরিবার থেকে জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

চমেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শিশুটির গলায় গামছা পেচানো ছিল।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM