মাটিরাঙ্গায় ১৪৪ ধারা জারি

আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ

0

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

সোমবার (২১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফৌজদারি এ আইন জারি থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা গেছে, মাটিরাঙ্গা পৌরসভার সামনে মঞ্চ তৈরী করে পৌর আওয়ামী লীগ সোমবার সমাবেশের ডাক দেয়। অন্যদিকে পৌর বিএনপি নবীনগর রোডে মঞ্চ তৈরী করে তাদের কাউন্সিলের দিন ধার্য করে।

ইউএনও তৃলা দেব বলেন, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা বাজার ও তার আশেপাশের এলাকায় ১৪৪ ধারা থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জেএন/হিমেল/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM