কর্ণফুলী ড্রাইডক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারা দেশে ৬টি শিল্পজোনে ৫০টি শিল্প ও অবকাঠামোর উদ্বোধনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সাথে চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী ড্রাইডকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২০ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ উদ্বোধন করেন তিনি। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

- Advertisement -

বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধুনী অনুষ্ঠানে চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ প্রান্তে মেরিন একাডেমি বদলপুরা এলাকার কর্ণফুলী ড্রাইডক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, উপ পুলিশ কমিশনার শাকিলা সুলতানা, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, কর্ণফুলী ড্রাইডকের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এমএ রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ, আনোয়ারা থানার ওসি মীর্জা মোহাম্মদ হাসান প্রমুখ।

- Advertisement -google news follower

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে কর্ণফুলী ড্রাইডক স্পেশাল অর্থনৈতিক অঞ্চল লিমিটেড আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে আজ। ১১০ একর জমি নিয়ে গড়ে ওঠা এই অর্থনৈতিক অঞ্চলটি হবে শিপবিল্ডিং এবং জাহাজ রক্ষণাবেক্ষণ খাতে দেশের সর্ব প্রথম বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল। বন্দর জেটি সুবিধাসহ নানা সুযোগ-সুবিধা থাকছে এ মহাকর্মযজ্ঞে। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিশেষভাবে গড়ে তোলা এ অর্থনৈতিক অঞ্চল।

জানা গেছে,বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে কর্ণফুলী ড্রাইডক এসইজেড শিপবিল্ডিং এবং জাহাজ রক্ষণাবেক্ষণ যাতে দেশের সর্ব প্রথম। এই তৈরীর ফলে সমুদ্রগামী জাহাজ মেরামত এবং নির্মাণ শিল্পের বিকাশসহ বৈদেশিক বিনিয়োগের সুবিশাল ক্ষেত্র তৈরী হয়েছে। এই বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে ২৪০ মিলিয়ন মার্কিন ডলার। অঞ্চলটি বাস্তবায়িত হলে বছরে প্রায় ১২০ মিলিয়ন ইউএস ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

- Advertisement -islamibank

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM