নতুন ইতিহাস গড়েছে ঐশ্বরিয়া অভিনীত পন্নিনিয়ন সেলভান-১

0

ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ঐশ্বরিয়া রায় বচ্চন অভিনীত পন্নিনিয়ন সেলভান-১ গড়েছে নতুন ইতিহাস। ৫০০ কোটিরুপি কামিয়েছে সিনেমাটি।

এবারে ৫০০ কোটির ক্লাবে নাম লেখালেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। এর আগে রজনীকান্তের সঙ্গে অভিনয় করা ‘২.০’ সিনেমাটি ৫০০ কোটির ক্লাবে জায়গা করে নেয়।

গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান ১’। জানা গেছে, ৫০০ কোটি রুপি আয়ের মধ্যে ২৩০ কোটি এসেছে শুধু তামিলনাড়ু থেকে, যা রাজামৌলির ইতিহাস তৈরি করা ‘বাহুবলী ২’-এর রেকর্ড ভেঙে দিয়েছে।

ঐশ্বরিয়া ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন বিক্রম, কার্থি, তৃষা কৃষ্ণান, জয়ম রবিসহ অনেকে। হাজার বছর আগের চোলা সাম্রাজ্যের গল্পে নির্মিত হয়েছে ‘পন্নিয়িন সেলভান ১’।

এরই মধ্যে ‘পন্নিয়িন সেলভান সিনেমার পরের পর্বের কাজ শেষের পথে বলে জানান মনি রত্নম। ভারতের একাধিক গণমাধ্যমে নির্মাতা জানিয়েছেন খুব শিগগির সেটিও মুক্তি পাবে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM