ভূমি মামলার অবস্থা জানতে পারবেন ১৬১২২ নম্বরে

জাতীয় ডেস্ক : বদলে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়ে মামলা ব্যবস্থাপনা সিস্টেম। শীঘ্রই ডিজিটালের ছোঁয়া লাগছে এ মন্ত্রণালয়ে।

- Advertisement -

ফোন করে যেন নাগরিক (বাদী কিংবা বিবাদী হিসেবে) তার ভূমি রাজস্ব ও দেওয়ানি মামলার অবস্থা সম্পর্কে জানতে পারে তারই ব্যবস্থা করা হচ্ছে।শিগগিরই চালু করা হবে ১৬১২২ নম্বর।

- Advertisement -google news follower

ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মো. আব্দুল্লাহ আল নাহিয়ান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১৯ নভেম্বর) এই তথ্য জানানো হয়।

সেখানে উল্লেখ করা হয়, অনলাইনে নিরীক্ষণের ব্যবস্থা থাকায় মামলা ব্যবস্থাপনা সিস্টেমের সাহায্যে ভূমি সংক্রান্ত মামলা সমূহের সহজ, স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে। এই সিস্টেমে আদালত, সংশ্লিষ্ট কৌঁসুলি, সংশ্লিষ্ট বাদী এবং বিবাদী-সবার প্রবেশাধিকার থাকবে।

- Advertisement -islamibank

ভূমি সংক্রান্ত মামলার জট কমাতে এবং মামলা কার্যক্রম দ্রুত শেষ করার সহায়ক হিসেবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে নির্মিত এই ডিজিটাল সিস্টেম খুব শীঘ্রই চালু হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM