বন্দরে ২৩ লিটার মদসহ ফারুক-ক্ষুদিরাম ধরা

0

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন আনন্দ বাজার দুর্গা মন্দিরপাড়া থেকে ২৩ লিটার মদ নিয়ে ধরা খেল ওমর ফারুক (৪২) ও ক্ষুদিরাম দাশ (৪৫)।

পুলিশের দাবি, তাঁরা পেশাদার মাদক করবারি। নগরের বিভিন্ন স্থানে তাঁরা ফেরি করে মাদক বিক্রি করে। গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) রাতে ক্ষুদিরামের বসতঘরের অভিযান চালিয়ে বন্দর থানা পুলিশ তাদের আটক করে।

বন্দর থানার এসআই মো. ইয়াছিন জয়নিউজ বিডিকে জানায়, ক্ষুদিরামের বাসায় খাটের নিচে ২৩ লিটার চোলাই মদ রাখা ছিল। অভিযানে আমরা তা উদ্ধার করি। যাহার মূল্য আনুমানিক ১৩ হাজার ৮শ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর শনিবার তাদেরতে আদালতে প্রেরণ করা হবে জানায় এ পুলিশ কর্মকর্তা।

জেএন/এফও/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM