পিঠা খেতে রাস্তায় বের হয়ে প্রাণ গেল নানি-নাতনির

0

আদরের নাতনির আবদার মেঠাতে ভাপা পিঠা খেতে রাস্তায় বের হয়ে বাস চাপায় নিহত হয়েছে নানি-নাতনি।

শুক্রবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার নাতনি টিয়া মনি (৫)।

জানা যায়, সাবিনা স্থানীয় হোটেলে শ্রমিকের কাজ করতেন। সকালে নাতনিকে সঙ্গে নিয়ে তুলসিঘাটে এসে ভাপা পিঠা খাওয়ার জন্য রাস্তার পার হচ্ছিল টিয়া। এ সময় আল রিয়াদ পরিবহনের একটি বাস আসতে দেখে নানি সাবিনা নাতনি টিয়াকে সরিয়ে নিতে যান।

কিন্তু সরিয়ে নেওয়ার যথেষ্ট সময় পাননি সাবিনা।বাসটি নানি ও নাতনিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানার উপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM