সাত মণের শাপলাপাতা ধরা পড়ল বঙ্গোপসাগরে

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে সাত মণ ওজনের শাপলাপাতা মাছ। সেই মাছ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটে বিক্রি হয়েছে পঞ্চাশ হাজার টাকায়।

- Advertisement -

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে মাছটি বিক্রি করেন জেলে আনিস মিয়া। এ ব্যাপারে মাঝি আনিস মিয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে মাছ ধরছি।

- Advertisement -google news follower

কিন্তু আজ পর্যন্ত শাপলাপাতা মাছ পাইনি। এত বড় মাছ আমার জালে এই প্রথম ধরা পড়ল। মাছটি চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিং এজেন্সির মাধ্যমে ৫০ হাজার টাকায় বিক্রি করেছি।

মেঘনা ফিশিং এজেন্সির ম্যানেজার মো. হাবিব ভূঁইয়া বলেন, নিলামে অনেক ব্যাপারি অংশগ্রহণ করেন। ব্যাপারি মানিক সওদাগরের কাছে ৭ মণের মাছটি ৭ হাজার টাকা মণ ধরে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

- Advertisement -islamibank

এ বিষয়ে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, সমুদ্রে শাপলাপাতা মাছ পাওয়া যায়। বাজারে মাছটির চাহিদা রয়েছে।

বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর নাম রে ফিন ফিস বা স্টিং ফিস। তবে এটি শাপলাপাতা মাছ নামেই পরিচিত।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM