বিস্কুট কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল কর্মচারীর

0

রাজধানীর কদমতলির মোহাম্মদবাগ এলাকায় একটি বিস্কুট কারখানায় ওভেন বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে মোহাম্মদবাগ চৌরাস্তায় অবস্থিত কুইন বেকারীর কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত কর্মচারীর নাম মোজাম্মেল। বয়স ২০ বছর। তার বাড়ি হবিগঞ্জে বলে জানা গেছে।

কারখানার ম্যানেজার নাজমুল হাসান জানান, মোজাম্মেল আগে ঢাকার কুইন বেকরীতে কাজ করতো। এক বছর ধরে হাশেম রোডস্থ সুপার ফুড কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার রাতে আমাদের কারখানায় বেড়াতে এসেছিলেন তিনি।

কারখানার ভেতরে বিস্কুট গরম করার ওভেনের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় ইলেক্ট্রিক ওভেন মেশিনটি বিস্ফোরিত হয়। এতে মোজাম্মেলের মাথা ও মুখে আঘাত লাগে।

আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের বিস্তারিত ঠিকানা জানাতে পারে নাই তার সহকর্মীরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×