চট্টগ্রামে দখলদারের কব্জা থেকে ৫টি সরকারি বাড়ি উদ্ধার

চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন বিভিন্ন দখলদারের কব্জায় থাকা পাঁচটি বাড়ি উদ্ধার করেছে প্রশাসন। বাড়িগুলো হলো, খুলশী নয়া শহরের বাড়ি নং-৭১, ৭২, ৭৩/৭৪, ৭৬ ও ৮৯ নম্বর বাড়ি।

- Advertisement -

মঙ্গলবার খুলশী এলাকার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে বাড়িগুলো উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

দখলদারদের উচ্ছেদ শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট গণপূর্তের প্রতিনিধির কাছে বাড়িগুলো বুঝিয়ে দেন। এতে সরকারের কয়েক কোটি টাকার সম্পত্তি উদ্ধার হলো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অভিযান পরিচালনা করে অর্পিত সম্পত্তির ৫টি বাড়ি উদ্ধার করা হয়।

- Advertisement -islamibank

অভিযানে গণপূর্ত বিভাগ, সরকারি আবাসন অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ, কর্ণফুলী গ্যাস ও সিএমপির সমন্বয়ে গঠিত টিম উপস্থিত ছিলেন।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM