শুটারগান নিয়ে বাঁশখালীতে সন্ত্রাসী বোরহান আটক

0

বাঁশখালী থানার পশ্চিম পালেগ্রাম থেকে সন্ত্রাসী মোহাম্মদ বোরহান উদ্দিনকে (২৮) আটক করা হয়েছে। র‌্যাবের দাবি, তাঁর কাছ থেকে একটি শুটারগান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার সকালে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার দুপুরে তাঁকে আটক করা হয়। বাঁশখালী থানার ডিউটি অফিসার জানান, বোরহানকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

আটক মোহাম্মদ বোরহান (২৮) বাঁশখালীর জাফর আহমদের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, আটক বোরহান দীর্ঘদিন ধরে বাঁশখাীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কাজে যুক্ত রয়েছে। মাদকদ্রব্য লেনদেনের সুবিধার্থে সে অস্ত্র ব্যবহার করতেন করে। তাঁর বিরুদ্ধে এর আগে বাঁশখালী থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।

জেএন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM