ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

বহু হতাহতের আশঙ্কা

0

ইন্দোনেশিয়ান একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৯ অক্টোবর) রাজধানী জাকার্তা থেকে পাংকাল পিনাং শহরের উদ্দেশে উড্ডয়নের ১৩ মিনিটের মাথায় বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে বিমানটি। বিমান সংস্থাটির পরিচালক এডওয়ার্ড সিরাত এ কথা জানান।

লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ মডেলের যাত্রীবাহী বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

২১০ জন যাত্রী ধারণ ক্ষমতার বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেননি। আর কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটাও জানা যায়নি।

অনুসন্ধান এবং উদ্ধার অভিযান চলছে।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM