দরিদ্রদের চালের লাইনে হুড়াহুড়ি, নিভে গেল শিখার প্রাণ প্রদীপ

চট্টগ্রামের সীতাকুণ্ডে খোলাবাজারে ওএমএসের চাল কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন দিনমজুর তপন মালাকারের স্ত্রী শিখা মালাকার (৩৮)। ঘণ্টাখানেক পর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় পৌর সদরের কলেজ রোড সংলগ্ন ডিলার গোলাম রব্বানীর দোকানের সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত শিখা মালাকারের স্বামীর বাড়ি নোয়াখালী। তবে তারা দীর্ঘদিন ধরে পৌর সদরের নিজতালুক এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওএমএসের চাল কিনতে ডিলার রব্বানীর দোকানের সামনে লাইনে দাঁড়ান শিখা। লাইনে দাঁড়ানোর কিছুক্ষণ পর ক্রমেই লোকজনের ভিড় বাড়তে থাকে। এক পর্যায়ে চাল শেষ হয়ে যাওয়ার শঙ্কায় হুড়াহুড়ি শুরু করেন তারা। এতে ভিড়ের চাপে পড়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান শিখা মালাকার।

ডিলার গোলাম রব্বানী বলেন, সকাল ৯টা থেকে খোলাবাজারে (ওএমএস) চাল দেওয়ার নিয়ম হলেও লোকজন ৮টায় দোকানের সামনে এসে ভিড় জমায়। চাল বিতরণের আগে তাদের সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করানো হয়। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে চাল শেষ হয়ে যাওয়ার গুজবে তারা হুড়াহুড়ি শুরু করে। এতে ভিড়ের চাপে পড়ে ওই নারী জ্ঞান হারিয়ে ফেলেন।

- Advertisement -islamibank

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM