মারা গেছেন সাবেক বিচারপতি গোলাম রাব্বানী

আইন-আদালত ডেস্ক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী (৮৫) মারা গেছেন। আজ সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।

- Advertisement -

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ছেলে ব্যারিস্টার জিয়াউল হাসান। এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

- Advertisement -google news follower

সাবেক বিচারপতি গোলাম রাব্বানী দীর্ঘদিন আইন পেশার সঙ্গে জড়িত। ১৯৯২ সাল থেকে তিনি বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

২০১২ সালে তিনি বিচারপতি থেকে অবসরে যান। গোলাম রাব্বানী আইন পেশার পাশাপাশি লেখালেখিও করেছেন। তিনি আইনের ওপর বেশ কিছু বই লিখেছেন। তার লেখা বইয়ের মধ্যে সিপিসি অন্যতম। যা রেফারেন্স হিসেবে ব্যবহার হয়ে থাকে।

- Advertisement -islamibank

এ ছাড়া মুক্তিযুদ্ধ এবং ইসলামের ওপর তার লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। তার বিখ্যাত রায় ফতোয়া বাতিল।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM