মহালছড়িতে পিকআপের ধাক্কায় নিহত ১

0

খাগড়াছড়ির মহালছড়িতে পিকআপ গাড়ির ধাক্কায় এক সাবেক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাইচছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষকের নাম করুনাময় চাকমা (৭০) মাইচছড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারন রশীদ জানান, করুনাময় চাকমা নিজ বাড়ি থেকে মাইচছড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নুনছড়ি কলেজ এলাকায় পৌঁছালে একটি পিকআপ এসে পিছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

তিনি আরো বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত স্কুল শিক্ষকের লাশ ময়না তদন্ত না করেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM