রাঙ্গুনিয়ায় হাতির আক্রমণে মেয়ের মৃত্যু, মা-বাবা সংকটাপন্ন

রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের জয়নগরে পাহাড়ি হাতি শুঁড় দিয়ে ধাক্কা দিলে ইয়াসমিন আকতার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মারাত্মকভাবে আহত হয়েছে শিশুটির বাবা আবুল হাসেম ও মা ছুপিয়া আকতার। মুমূর্ষু অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -

নিহত ইয়াসমিনের বাবা আবুল হাসেম উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাট বাজারের পরিচ্ছন্নতাকর্মী।

- Advertisement -google news follower

শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১ টার দিকের এ ঘটনা।

বনবিভাগের খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, শুক্রবার রাতে ৮টি পাহাড়ি হাতির দল জয় নগরের মাতবরটিলা এলাকায় এসে লোকালয়ে ঢুকে পড়ে। আবুল হাসেমের ঘরে হাতি শুঁড় দিয়ে ধাক্কা দিলে তাঁরা সবাই ঘর থেকে নিরাপদ স্থানে পালাতে গেলে হাতির মুখোমুখি হতে হয় তাঁদের। এসময় হাতির আক্রমণে মৃত্যু হয় ইয়াসমিনের। মারাত্মকভাবে আহত হন শিশুটির বাবা আবুল হাসেম ও মা ছুপিয়া আকতার।

- Advertisement -islamibank

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, রাতে মুমূর্ষু অবস্থায় আবুল হাসেম ও ছুপিয়া আকতারকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশংকাজনক।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM