চট্টগ্রাম শাহ আমানতে সাড়ে ৬ কেজি স্বর্ণ উদ্ধার

0

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই হতে আসা একটি বিমানের সিটের নিচ হতে সাড়ে ছয় কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আজ শনিবার ১২ নভেম্বর সকালে স্বর্ণগুলো পাওয়া যায়।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেন ব্যবস্থাপক তাসলীম আহমেদ বলেন, বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮ সকালে দুবাই থেকে শাহ আমানতে অবতরণ করে। এসময় বিমানের একটি বিজনেস ক্লাসের সিটে কালো ট্যাপে মোড়ানো অবস্থায় সাড়ে ছয় কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এর বাজার মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা। এ ঘটনায় পতেঙ্গায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেএন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM