গন্তব্য কক্সবাজার টু ঢাকা,আটক লোহাগাড়ায়

0

কক্সবাজার থেকে ঢাকায় পাচারের সময় বিলুপ্ত প্রজাতির ১টি সজারু ও ২টি লজ্জাবতী বানর উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তা কার্যালয়ের সামনে থেকে সংকটাপন্ন প্রাণীগুলো উদ্ধার হয়। এ সময় এক পাচারকারীকে আটক করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান জয় নিউজকে বলেন, হানিফ পরিবহনের বাস নং-ঢাকা-মেট্টো-ব-১৫-২৩৬৭ যোগে একজন বন্যপ্রাণী পাচারকারী কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করছে এমন তথ্য পাই।

পরে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তা কার্যালয়ের সামনে অবস্থান নেই। তল্লাশীকালে একটি বাস থেকে বিপন্ন প্রজাতীর ১টি সজারু ও ২টি লজ্জাবতী বানরসহ এরশাদ (৩৫) নামের এক পাচারকারীকে আটক করি। এরশাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার করইবাড়ি এলাকায়।

ওসি বলেন, অবৈধভাবে বন্যপ্রাণী শিকার ও পাচার করার দায়ে আটক পাচারকারীর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ৩৪(খ) ধারায় ব্যবস্থা গ্রহণ করা হয়।

তাছাড়া উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো নিরাপদ আশ্রয়স্থলে পাঠানোর জন্য চুনতি রেঞ্জ বন কর্মকর্তা মাহমুদ হোসাইনের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএন/এফও/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×