রোমাঞ্চকর পারকি সৈকতে একদিন

একদিকে ঢেউ খেলানো সবুজ পাহাড়, পাহাড়ের খাজে খাজে ইতস্তত আটকে থাকা মেঘের জলছবি,অপরদিকে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ, অনিন্দ্য সুন্দর ঝাউবাগান, অর্কিডের সমারোহ-এই যোগফলের অমোঘ নাম পারকি সমুদ্র সৈকত।

- Advertisement -

আনোয়ারা উপজেলার বঙ্গোপসাগরের তীর ঘেষে গড়ে উঠেছে এ বিনোদন স্পট।

- Advertisement -google news follower

পারকির প্রধান আকর্ষন সমুদ্রের উত্তাল ঢেউ আর সবুজ নৈর্সগিক শোভা। জলবায়ুও মনোরম। শীতে ঠান্ডা ও গ্রীষ্মে গরমের আধিক্য নেই। মেঘেরা লুকোচুরি খেলে ঝাউবাগানের সঙ্গে।বর্ষায় উত্তাল ঢেউ পারকির মাধুর্য বাড়ায়।

অপরিকল্পিত এলাকা পারকি। অনেক আধুনিকতার অভাব পারকিতে ছড়ানো ছিটানো। কক্সবাজার সমুদ্র সৈকতের মতো দেখতে পারকির রূপ বৈচিত্র। তারপরও উন্নয়নের ছোঁয়া লাগেনি পারকিতে।

- Advertisement -islamibank

সবুজ ছায়ায়, কালো ফিতের মতো পিচ রাস্তায় সবুজ মায়ায় পায়ে পায়ে পারকির স্বাদ। চট্টগ্রাম বহদ্দারহাট বাস টার্র্মিনাল থেকে বাসে চেপে নেমে পড়তে পারেন পারকিতে। দুরত্ব প্রায় ২৫ কিলোমিটার। ভাড়াও তেমন বেশি না। এছাড়া ট্যাক্সী ও প্রাইভেট গাড়িও নিয়ে যেতে পারেন।পারকির নেশাধর অরন্যে সবুজে গা ডুবিয়ে পাখিদের গান শুনে আর ফুলে ফুলে প্রজাপতিদের ওড়াউড়ি দেখতে দেখতে গড়িয়ে যাবে বেলা। ঝিমধরা বিকেল নামলে গা উঠবে ছমছম করে।

বিকেলে সমুদ্র সৈকতের রূপ অন্যরকম ঠেকে।সমুদ্রের উত্তাল ঢেউ আর সবুজের হাতছানির পাশাপাশি রয়েছে শুধুই আনন্দ-উত্তেজনা। রোমাঞ্জ-রহস্য। সম্মোহিত এক ভাললাগার হাতছানি। দেয়াং পাহাড়ের নিশ্চুপ শ্যামলিমায় ঘেরা পারকির জলশয্যায় দুপুরের রোদ ছুয়ে থাকে।পাশে পাশে সবুজ বনতল লালচে মাটির আভাস। রেখা চিত্রের বক্রতা ঘিরে পারকির চেহেরাও অন্য রকম ঠেকে।ঝাউ বনের ভেতর দিয়ে ছায়াঘন পথ গিয়েছে নির্জন সৈকতে। যেখান থেকে দারুন লাগে লোকালয়।

বিশাল সমুদ্র সৈকত মনের কোনে উকি দেয় একটু নিরালা। ট্রেনের ষ্টিম ইঞ্জিনের হুইসেলের আওয়াজ সমুদ্রের হুংকার সে দৃশ্য ভারি অদ্ভুদ। ধু ধু মরুভূমির বালুকার চরে কিছুক্ষণ বসা। এখানকার জোয়ারের সাথে নিত্য মেঘের মিতালি ,স্বাস্থ্যকর আলো হাওয়া ও ঝাউ গাছের সো সো সুর লহরী আপনাকে রোমান্টিক করে তুলবে। দৃষ্ঠি জুড়ে অশান্ত সমুদ্র হঠাৎ সন্ধ্যা নামতেই উজ্জল রঙ্গে ভরে উঠে । এক পলকে বদলে যায় পারকি সমুদ্র সৈকতের পরিবেশ। বাড়ে সমুদ্রের গা ঘেষে ভ্রমন প্রেয়সিদের গল্পো রসিকতা-হাসির হট্টগোল।পায়ে পায়ে সমুদ্র পাড়ে পাইন, ঝাউ গাছের ছায়ায় আপন মনের বিশ্রাম। বন্য সবুজের স্পর্শ,সুখের সমুদ্র বিলাস অনুভবের।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM