শ্রমিকদের দাবি মানা সম্ভব নয়

ধর্মঘট প্রত্যাহারের আহ্বান সেতুমন্ত্রীর

0

যে আইন বাতিলের দাবিতে পরিবহন শ্রমিকরা আন্দোলন করছে তা এই মুহূর্তে মানা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর সেতু ভবনে সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান।

সম্প্রতি সংসদে পাস করা সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে আন্দোলন করছে শ্রমিকরা। রোববার ভোর থেকে আট দফা দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছে তারা। এতে সারাদেশে সাধারণ যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছে।

পরিবহন শ্রমিকদের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে আইন পরিবর্তন করার কোনো সুযোগ নেই। পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।

শ্রমিকদের তিনি ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। বলেন, মানুষকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM