অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা: ৪ রোহিঙ্গাসহ আটক ৫

0

অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ফতেহবাগ চা বাগানস্থ চৌমুহনায় ঘুরাফেরা করছিলো কয়েকজন।

স্থানীয়দের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে খবর দেন স্থানীয় শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রে। পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় চার রোহিঙ্গা শরণার্থীসহ ৫ জনকে আটক করেছে।

গতকাল রবিবার (৬ নভেম্বর) ভোরে আটককৃতরা মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলেন- মো. রিয়াজ উদ্দিন (১৮), মো. সালমান (৩৫), আব্দুর রাজ্জাক (২৩), নুর কলিমা (১৬) এবং বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দ মো. রিয়াজ (২৩)।

পুলিশ জানিয়েছে, আটক হওয়া পাঁচ জনের মধ্যে চার জনকে পুলিশ স্কটের মাধ্যমে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আর নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দা মো. রিয়াজকে (২৩) আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ফতেহবাগ চা বাগানস্থ চৌমুহনায় রোববার ভোরবেলায় কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়।

এসময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে জানায়। খবর পেয়ে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গিয়ে তাদের আটক করে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM