ডিবির জালে ধরা পড়েছে ইমো হ্যাকার চক্রের ৬ সদস্য

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি ওয়ারী বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে সংঘবদ্ধ ইমো হ্যাকার চক্রের মূলহোতাসহ ছয় সদস্য। গতকাল রবিবার (৬ নভেম্বর) রাতে তাদের করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

র‌্যাব জানায়, গ্রেফ্তারকৃত এই চক্রটি দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে অভিনব কায়দায় প্রবাসীসহ দেশের বিভিন্ন স্থানের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করেত।

এরপর ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিত।

সোমবার দুপুর পৌনে ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে গ্রেপ্তারদের বিষয়ে ব্রিফ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM