দ্বিতীয় জীবনে ইমরানের জুটি পড়শী

0

জুটি বেঁধে গান পাগল দর্শকদের বেশ কিছু হিট গান উপহার দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান ও পড়শী। গানের পাশাপাশি মিউজিক ভিডিওতেও হাজির হয়েছেন একসঙ্গে।

সর্বশেষ এক বছর আগে প্রকাশ হয় তাদের গানচিত্র ‘এক দেখায়’ শিরোনামের গান। গানটি বেশ জনপ্রিয়তা পায়। এবার দীর্ঘ এক বছর পর আবারো হাজির হচ্ছেন নতুন গান নিয়ে।

‘দ্বিতীয় জীবন’ শিরোনামের এই গানটি ৭ নভেম্বর সিএমভির ব্যানারে প্রকাশিত হবে।

এ প্রসঙ্গে পড়শী বলেন, ‘প্রায় এক যুগের পরিচয় আমাদের। বয়সে ইমরানের ছোট আমি। কিন্তু সম্পর্কটা বন্ধুর মতো। শুধু আমাদের নয়, দুজনের পরিবারের মধ্যেও ভালো সম্পর্ক। তাই একসঙ্গে দুজনের কাজটা সহজ হয়, মনের মতো করে করা যায়। এটি তেমনই হয়েছে।’

বান্দরবানে পাহাড়ের পাদদেশে গানটির শুটিংয়ে অনেক কষ্ট হয়েছে জানিয়ে পড়শী বলেন, ‘পাহাড়ের নিচে বালু, বালুর ওপর শুটিং। প্রচণ্ড গরম, মাথার ওপর গনগনে সূর্য। বালুর মধ্যে দাঁড়িয়ে রোমান্টিকতা কি আসে? সেই পরিস্থিতিতে রোমান্টিক দৃশ্য করা সহজ ছিল না।’

গানটি নিয়ে দারুণ আশাবাদী ইমরানও। তিনি বলেন, ‘এটি গল্পভিত্তিক রোমান্টিক গান। গানের মধ্যে আমাদের অভিনয়ও করতে হয়েছে। গানটি দেখতে বসে একটি ছেলে ও মেয়ের ভালোবাসার গল্প পাবেন দর্শকেরা। গানে একটা নতুন চমক পাবেন তারা।’

গানচিত্রটি পরিচালনা করেছেন সৈকত রেজা। ‘দ্বিতীয় জীবন’ লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM